• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

অপরাধ

রাজবাড়ী গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ আগস্ট ২০২৩

রাজবাড়ী জেলার বালিয়াকান্দির “সেফটি ট্যাংকে গৃহবধূর পঁচা-গলা লাশ” শিরোনামে চাঞ্চল্যকর  পলাতক প্রধান আসামী উজ্জল শেখকে ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব- ১০।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব এর একটি আভিযানিক দল গতকাল ২১ আগস্ট   রাত ৭:৪৫ এ  রাজবাড়ী মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে প্রধান আসামী ভিকটিমের স্বামী উজ্জল শেখ (৩০) ও শশুর মোঃ কুদ্দুস শেখকে গ্রেফতার করেন । প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল শেখের মা জহুরা বেগম যিনি এই মামলার ৩ নম্বর আসামী  হত্যাকান্ডের সাথে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন।

জিজ্ঞাসাবাদে আরও জানায়, গ্রেফতারকৃত আসামি উজ্জল শেখ এর সাথে ভিকটিম মিনু বেগম এর ১২ বছর আগে বিয়ে হয়। বিয়ের ০৯ বছর ধরে  কোন সন্তান না হওয়ায় উজ্জল লুকিয়ে ২য় বিয়ে করেন। ২য় বিয়ের বিষয়টি ভিকটিম মিনুসহ তার পরিবারের সবাই জেনে যায় এবং এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। যার ফলে আসামি উজ্জল ও ভিকটিম মিনুর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাধ হতো এবং উজ্জল ভিকটিম মিনুকে মারধরও করত বলে জানা যায়।

উক্ত বিবাদকে কেন্দ্র করে উজ্জল মিনু’কে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক গত ৫ আগস্ট     ভোর রাত চারটায়  আশপাশের লোকজন ঘুমিয়ে পড়লে উজ্জল ভিকটিম মিনুকে গলা টিপে শ্বাস রোধ করে হত্যা করে এবং উজ্জলের বাবা কুদ্দুস ও মা জহুরা মিলে ভিকটিমের লাশ গুম করার উদ্দেশ্যে তাদের টয়লেট এর সেফটি ট্যাংক এর ভিতরে লুকিয়ে রেখে ভিকটিম মিনু নিখোজ হওয়ার নাটক সাজায়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads